অর্থনৈতিক রিপোর্টার ঃ রমজান মাসে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশ ব্যাক ও ৬৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে অনলাইন শপিং পোর্টাল অথবা ডট কম। কেনাকাটার মূল্য বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন গ্রাহকরা। এই অফারের আওতায় গ্রাহকরা অথবা ডট কম থেকে বিভিন্ন ক্যাটাগরির পণ্য ক্রয় করে ৫ থেকে ৬৫ শতাংশ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। পহেলা রমজান থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদুল ফিতরের দিন পর্যন্ত। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী ২৪-কর্মঘণ্টার মধ্যেই তার ক্রয়কৃত পণ্য নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে। এ জন্য গ্রাহককে বাড়তি কোন মূল্য পরিশোধ করতে হবে না। ক্রয়কৃত পণ্যে কোন সমস্যা দেখা দিলে স্টক থাকা সাপেক্ষে গ্রাহক পণ্যটি পরিবর্তন করে নিতে পারবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অথবা ডট কম নিয়ে এসেছে জেন্টস ও লেডিজ ফ্যাশন, লাইফ স্টাইল, ইলেকট্রনিক্স, মোবাইল, হোম-ডেকোরেশন, মিষ্টান্নসহ ১০ হাজারের অধিক নতুন পণ্য। অথবা ডট কম-এর সহকারী ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু বলেন, ক্যাশ ব্যাক ও নগদ মূল্য ছাড় অফারে আমরা বেশ সাড়া পাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন