শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খুলনা জেলা পরিষদ প্যানেল মেয়রের আত্মহত্যা

সাবেক মন্ত্রীর ছেলে অভিজিৎ বোনের পথে গেলেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র অভিজিৎ চন্দ্র চন্দ (৪০) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সাবেক মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের তৃতীয় সন্তান।
পারিবারিক সূত্রের দাবি, অভিজিৎ গতকাল দুপুরের কিছুক্ষণ আগে খুলনার ডুমুরিয়ার আরাজি সাজিয়ারা গ্রামে নিজ বাড়িতে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। দ্রæত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকাল ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীতে নিয়ে আসা হয়।

ঢাকায় স্কয়ার হাসপাতালে সন্ধ্যার দিকে আইসিইউতে নেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়।
পারিবারিক সূত্র আরো জানায়, অভিজিৎ বিবাহিত ও এক সন্তানের জনক। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন- সে বিষয়ে কেউ কোনো তথ্য দেননি। প্রায় দু’বছর আগে অভিজিতের বোন বেবী হারপিক পান করে আত্মহত্যা করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
সাকা চৌধুরী ২৩ জানুয়ারি, ২০২০, ১:২০ এএম says : 0
জীবনের কাছে ব্যর্থ হয়ে নরকের পথে পাড়ি
Total Reply(0)
মোহাম্মদ কাজী নুর আলম ২৩ জানুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
আল্লাহর দেয়া জীবনকে তুমি েএভাবে ত্যাগ করতে পারো না।
Total Reply(0)
কাজী হাফিজ ২৩ জানুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
কী মর্মান্তিক ঘটনা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন