শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রাণ গেল পল্লী বিদ্যুত কর্মীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১১:৪৩ এএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ফারুক মোড়ল (২৫) নামে এক পল্লী বিদ্যুতের কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার পাটকেলঘাটা থানার পুটিখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মোড়ল পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, সকালে বিদ্যুত লাইন মেরামতের কাজ করছিলেন পল্লী বিদ্যুতের কর্মী ফারুক মোড়ল। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ তা বিচ্ছিন্ন করেনি। তারে হাত দেয়ার পরই ফারুক মোড়ল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

তবে এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ওই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

বিদ্যুৎ সংযোগ না থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হল কীভাবে- এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন