শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে, শীতকালীন সামরিক মহড়া পরিদর্শন করবেন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০৩ পিএম

মেঘনার তীরে স্বর্ণদ্বীপ। দেশ বিদেশে ছড়িয়ে আছে যার সুখ্যাতি। দেশ প্রেমিক সেনাবাহিনীর হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে সবুজ বেষ্টনীসম্পন্ন নয়নাভিরাম স্বর্ণদ্বীপ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপে পৌছান।

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত শীতকালীন প্রশিক্ষণ মহড়া ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। বর্তমান সরকারের আমলে মেঘনার তীরঘেঁষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে। জানা গেছে, প্রধানমন্ত্রী নিজেই দ্বীপটির নামকরণ করেন ’স্বর্ণদ্বীপ’।

স্বর্ণদ্বীপের বরাবর ২০ কিলোমিটার দক্ষিণে মেঘনার বুকে গড়ে উঠেছে দেশের আরেক বিস্ময় ভাসানচর। রোহিঙ্গা শরনার্থীদের পূর্ণবাসনের লক্ষে ভাসানচরে গড়ে তোলা হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন জনবসতি। উল্লেখ্য, ভাসানচরের পূর্বের নাম ছিল ’ঠেঙ্গারচর’। প্রধানমন্ত্রী নিজেই এটিরও নামকরন করেন ’ভাসানচর’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন