শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

১ ফেব্রুয়ারি পরিবর্তনের দিন: তাবিথ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৪:০৮ পিএম

ছবি- মতিউর সেন্টু।


আসন্ন ঢাকা সিটি নির্বাচনের দিনকে পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার বিকাল ২০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরুকালে তিনি এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ পরিবর্তন চায়। ১ তারিখ পরিবর্তনের দিন। আশা করি মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করবেন।

এসময় তিনি ২০ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান বাচ্চুকে ব্যাডমিন্টন র্যাকেট মার্কা ও সংরক্ষিত বিএনপির নারী কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তফাকে গ্লাস মার্কা এবং নিজের মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। সুষ্ঠু ভোট হলে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।

তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিজে ভোট দিবেন। ভোট রক্ষা করবেন, বিজয় আমাদের হবেই।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, হাবীবুর রহমান হাবীব, মফিকুল হাসান তৃপ্তি, নজরুল ইসলাম মঞ্জু, নিপু রায় চৌধুরী, খন্দকার আবু আশফাক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলাদলের সুলতানা আহমেদ, জেবা খান, রোকেয়া চৌধুরী বেবী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসম হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান, স্থানীয় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান নয়ন, বর্তমান সভাপতি তসলিম আহসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, ছাত্রদল নেতা হিমেল ভুইয়া, বেলাল হোসেন শুভ, আল মামুন, গাজী সুমন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন