শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় তায়কোয়ান্ডো শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ৭:২১ পিএম

মুজিববর্ষে শুরু হয়েছে ট্রাস্ট ব্যাংক জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। টুর্নামেন্টে প্রায় তিনশ’ খেলোয়াড় অংশ নিচ্ছেন। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার লে. জেনারেল মো. সামছুল হক। এ সময় উপস্থিত ছিলেন তায়কোয়ান্ডো ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল ও সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। প্রতিযোগিতায় দেশের ৩০টি জেলা ক্রীড়া সংস্থা, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও বিজেএমসির ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাগর ২৫ জানুয়ারি, ২০২০, ১২:৫৮ এএম says : 0
তায়কোন্ডো এটা কোন দেশের ভাষা ...? করিয়াতে কি 태권도 টেকুউনদু কে তায়কোন্ডো বলে...আপনি এই ভুল ভাষা জাতিকে শিক্ষচ্ছেন কেন...? আপনার সাংবাদিকতা নিয়ে আমার সন্দেহ আছে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন