মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তামিম-আফিফের প্রতিরোধ ভাঙলেন হাসনাইন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ৪:১৩ পিএম

দ্রুত ৩ উইকেট হারানোর পর ৪৫ রানের একটি জুটি গড়েছিরেন তামিম-আফিফ। কিন্তু হাসনাইনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে গিয়ে জুটির বিসর্জন দেন আফিফ। ব্যক্তিগত ২১ রানে ফেরেন তিনি। তামিম ৪৫ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ১৪.৪ ওভারে ৮৬/৪।

রিভিউতেও রক্ষা হলনা লিটনের, চাপে বাংলাদেশ

দ্রুত দুই উইকেট হারিয়ে আগেই চাপে ছিল বাংলাদেশ। এবার সেই চাপ আরেকটু বাড়িয়ে গেলেন লিটন। ব্যক্তিগত ৮ রানে শাদাব খানের বলে লেগ বিফোরের ফাঁদে পরেন এই ডানহাতি। আম্পায়ার প্রথমে আউটের কল দিলে রিভিউ নেন লিটন। কিন্তু দেখা যায়, বলটি একেবারে লেগ স্ট্যাম্পের শেষপ্রান্তে আঘাত হেনেছে। আম্পায়ার কলের কারনে সিদ্ধান্ত বহাল থাকে। যদিও রিভিউ ফেরত পেয়েছে বাংলাদেশ। তামিম ২৩ রানে ও আফিফ হোসেন ০ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান।

পাওয়ার প্লেতে ফিরে গেলেন মেহেদীও

দলে জায়গা পাওয়াটাই ছিল রীতিমতো বিস্ময়ের। চ্যালেঞ্জ ছিল ঘরে রাখার। কিন্তু পরীক্ষাতে পাস করতে পারলেন না ঢাকা প্লাটুনের অলরাউন্ডার মেহেদী হাসান। মোহাম্মদ হাসনাইনের বাউন্সারে শর্ট খেলতে গিয়ে উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ধরা পরেন তিনি। ফেরার আগে ৯ রানই করতে পেরেছিলেন তিনি। তার বিদায়ে পাওয়া প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। তামিম ১৭ ও লিটন দাস ৬ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৬ ওভার শেষে ২ উেইকেট হারিয়ে ৩৩ রান।

‘গোল্ডেন ডাক’ নাঈমের

প্রত্যাশার পারদটা ছিল ছিল স্বভাবতই বেশি। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত খেলার পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও করেছিলেন ৪৩ রান। কিন্তু আজ শুরুই করতে পারলেন না মোহাম্মদ নাঈম। শাহীন শাহ আফ্রিদির প্রথম বল মোকাবেলায় ফিরে গেছেন তিনি। তামিম ইকবাল ৪ ও মেহেদী হাসান ১ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ৬ রান।

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

গতকালই পাকিস্তানে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েও লড়াই করার পুঁজি পায়নি বাংলাদেশ। আজ শনিবারও টস জিতে ফের ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

লাহোরের সেই গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ৩ টায়।

মিঠুনের জায়গায় মেহেদি

একটি পরিবর্তন নিয়ে সিরিজের টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। বোলিংয়ে বাড়িয়েছে শক্তি। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানকে একাদশে ফিরিয়েছে সফরকারীরা।

২০১৮ সালে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন মেহেদি। এরপর থেকে দলের বাইরে থাকা তরুণ অলরাউন্ডার দলে ফিরেছেন বিপিএলের দারুণ পারফরম্যান্সে। এবার এলেন একাদশেও।

বাংলাদেশ : মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মেহেদি হাসান, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন।

অপরিবর্তিত পাকিস্তান

জয় দিয়ে সিরিজ শুরু করা পাকিস্তান কোনো পরিবর্তন আনেনি, খেলছে একই একাদশ নিয়ে।

পাকিস্তান : বাবর আজম, এহসান আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন