শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কারিগরি শিক্ষাবোর্ডের মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ৬:৫৫ পিএম

মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স পরিচালনা সংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং সুপ্রিমকোর্টের আদেশ মোতাবেক কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধ সহ ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহবান জানিয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে আগত মেডিকেল টেকনোলজিষ্ট ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে বেকার মেডিকেল টেকনোলজিষ্টদের কর্মসূচীর সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন নার্সদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট ইউনিয়ন, বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি, বেকার নার্সেস এসোসিয়েশন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, নার্সিং লাইসেন্সিং বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং মেডিকেল টেকনোলজিষ্টদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিএমটিএ, স্বামেপ, এম-ট্যাব, সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধকরনের লক্ষ্যে কারিগরি শিক্ষাবোর্ড আইনের সংশোধনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং সুপ্রিমকোর্টের আদেশ দ্রæত বাস্তবায়ন না হলে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্ট ও নার্সরা কর্মবিরতির ঘোষণা করতে বাধ্য হবেন।

বক্তারা স্বাস্থ্য অধিদপ্তরাধীন প্রতিষ্ঠান থেকে পাশ করা বেকার মেডিকেল টেকনোলজিষ্ট এবং নার্সদের সরকারি চাকুরিতে নিয়োগ প্রদান, নতুন পদ সৃষ্টি; স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ সংশোধন; ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও মেডিকেল টেকনোলজি কোর্স পূর্বের ন্যায় ৪ বছরে বহাল; মেডিকেল টেকনোলজিষ্টদের দশম গ্রেডে উন্নিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিষ্ট নেতা আলমাছ আলী খান, জহিরুল ইসলাম সরকার, শাহ আলম খান পারভেজ, বিপ্লবুজ্জামান, সেলিম মোল্লা ও সিরাজুল ইসলাম, ছাত্র প্রতিধি রাজিবুল হাসান রাজা, জান্নাতুল মাওয়া সুইটি। নার্সেস নেতাদের মধ্যে আসাদুজ্জামান জুয়েল, রাকিব হোসেন, নাছিমুল হক, মামুন হোসেন, ফারুক হোসেন, শেখ সাদি, শাকিল উদ্দিন, আব্দুল জলিল এবং রিপন সরকার পল্লব প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন