বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলকাতায় এক টুকরো চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কলকাতার ভিতরেও রয়েছে এক টুকরো চীন। সংখ্যাটা নেহাতই কম নয়। ওয়ারেন হেস্টিং-এর আমলে টং আছু নামে এক চীনা ব্যবসায়ীকে বজবজের ৬ কিলোমিটার দক্ষিণে বার্ষিক ৪৫ টাকা চুক্তিতে প্রায় সাড়ে ৬শ’ বিঘা জমি ভাড়া দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। টং আছু গঙ্গার ধারের ঊর্বর জমিতে আখ চাষ শুরু করেন। গড়ে তোলেন চিনি কারখানা। এরপর ১১০জন চীনা শ্রমিকও আসেন। গড়ে ওঠে চীনা কলোনি। আছুর নামেই, বজবজের উপকণ্ঠে গড়ে ওঠে,আজকের অছিপুর। বলা হয় টং আছু প্রথম চীনা নাগরিক যিনি বাংলায় বসতি স্থাপন করেছেন। আজও অছিপুরে রয়েছে তার সমাধিস্থল। কলকাতার চীনাদের কাছে সেই স্থান তাদের তীর্থক্ষেত্রের সমান। তারা সেখানে গিয়ে পুজো দেন আর আছুর প্রতি শ্রদ্ধা জানান। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন