বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিএএ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস। জম্মু কাশ্মীর সফর নিয়ে শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে অ্যালিস ওয়েলস এই উদ্বেগ প্রকাশ করেন। এসময় অ্যালিস ওয়েলস নাগরিক আইনের আওতায় সকল ধর্মের জন্য সমান সুরক্ষার নীতির উপর জোর দেন। ওয়েলস বলেন, এইবারের ভারত সফর গিয়ে নাগরিকত্ব আইন নিয়ে অনেক কিছু শোনার সুযোগ হয়েছে। সেখানে বিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যম এবং আদালত গভীরভাবে এই আইন পর্যবেক্ষণ করছে। এদিকে জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার সরকারি ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন ক‚টনীতিবিদ অ্যালিস ওয়েলস। এসময় কাশ্মীরে আটক নেতাদেরও মুক্তি দাবি করেন এই শীর্ষ মার্কিন ক‚টনীতিক। প্রসঙ্গত, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ রাজ্যের মর্যাদা’ তুলে নেয় ভারত সরকার। এরপর থেকেই কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট । নিষেধাজ্ঞা জারি করা হয় যে কোনও বড় জমায়েতেও। ভারত সরকারের তরফ থেকে দাবি করা হয়, এই ধরনের পদক্ষেপের ফলে তখন কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন