শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যানইউ’র জরিমানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলারদের মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ক্লাবটিকে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। পরশু এই সিদ্ধান্ত জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন)। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচেও ২৬তম মিনিটে রবের্তো ফিরমিনো প্রতিপক্ষের জালে বল জড়ালে গোলের বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরে সিদ্ধান্ত পাল্টান তিনি। এ সময় রেফারির দিকে তেড়ে যান ম্যানইউর খেলোয়াড়রা। তাতে হলুদ কার্ডও দেখেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এবার এলো আরও বড় শাস্তি।


স্কোর কার্ড
বাংলাদেশ-পাকিস্তান, ২য় টি-২০
টস : বাংলাদেশ, লাহোর
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম রানআউট ৬৫ ৫৩ ৭ ১
নাঈম ক রিজওয়ান ব শাহিন ০ ১ ০ ০
মেহেদী ক রিজওয়ান ব হাসনাইন ৯ ১২ ০ ১
লিটন এলবি ব শাদাব ৮ ১৪ ১ ০
আফিফ ক হারিস ব হাসনাইন ২১ ২০ ১ ১
মাহমুদউল্লাহ বোল্ড হারিস ১২ ১২ ১ ০
সৌম্য অপরাজিত ৫ ৫ ০ ০
বিপ্লব অপরাজিত ৮ ৪ ২ ০
অতিরিক্ত (লেবা ২, নো ১, ও ৫) ৮
মোট (৬ উইকেট, ২০ ওভারে) ১৩৬
উইকেট পতন : ১-৫ (নাঈম), ২-২২ (মেহেদী), ৩-৪১ (লিটন), ৪-৮৬ (আফিফ), ৫-১১৭ (তামিম), ৬-১২৬ (মাহমুদউল্লাহ)।
বোলিং : ইমাদ ২-০-১৬-০, শাহিন ৪-০-২২-১, হাসনাইন ৪-০-২০-২, হারিস ৪-০-২৭-১, শাদাব ৩-০-২৮-১, মালিক ২-০-৯-০, ইফতেখার ১-০-১২-০।
পাকিস্তান ইনিংস রান বল ৪ ৬
বাবর অপরাজিত ৬৬ ৪৪ ৭ ১
আহসান ক মাহমুদউল্লাহ ব শফিউল ০ ৭ ০ ০
হাফিজ অপরাজিত ৬৭ ৪৯ ৯ ১
অতিরিক্ত (লেবা ১, ও ৩) ৪
মোট (১ উইকেট, ১৬.৪ ওভারে) ১৩৭
উইকেট পতন : ১-৬ (আহসান)।
বোলিং : মেহেদী ৪-০-২৮-০, শফিউল ৩-০-২৭-১, আল-আমিন ৩-০-১৭-০, মুস্তাফিজ ৩-০-২৯-০, বিপ্লব ২-০-১৬-০, আফিফ ১-০-১৬-০, মাহমুদউল্লাহ ০.৪-০-৩-০।
ফল : বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত।
ম্যাচসেরা : বাবর আজম (পাকিস্তান)।
সিরিজ : ৩ ম্যাচে ২-০তে এগিয়ে পাকিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন