শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অবশেষে ডাকা হলো কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভা

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভা ডাকা হয়েছে। আগামী ১৪ জুলাই ভূমি মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে ভূমিমন্ত্রী সভাপতিত্ব করবেন। দীর্ঘ বিরতির পর ভূমি বরাদ্দ কমিটির এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা গেছে, এ সভায় সরকারের কয়েকটি জনগুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি বরাদ্দের প্রস্তাব এজেন্ডাভুক্ত হয়েছে। সর্বশেষ সভায় পদ্মা সেতুর এক্সেস রোডসহ আরো একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি বরাদ্দ দেয়া হয়। এরপর গত ৪ এপ্রিল আরেকটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পূর্বের সভায় বরাদ্দ দেয়া প্রকল্পের ভূমি বরাদ্দের ছোট দু’টি সংশোধনী অনুমোদন করা হয়। এতে আর কোনো এজেন্ডা ছিল না। কয়েকটি জনগুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিকরণ প্রস্তাব কমিটি সভায় উপস্থাপনের জন্য অপেক্ষমাণ থাকলেও ওগুলো এজেন্ডাভুক্ত করা হয়নি।
 সাধারণত তিন মাস পর কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভা হয়ে থাকে। তবে সরকারের গুরুত্বপূর্ণ কোনো ভূমি বরাদ্দের প্রস্তাব থাকলে জরুরি ভিত্তিতেও এ সভা ডাকা হয়ে থাকে। এবার নানা কারণে এ সভা পিছিয়ে যায়।





 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন