শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওমর আবদুল্লাহর ছবি দেখে ক্ষোভ মমতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১০:৫০ এএম | আপডেট : ১১:২৪ এএম, ২৬ জানুয়ারি, ২০২০

নতুন ছবিতে ওমর আবদুল্লাহকে দেখে চিনতেই পারলেন না। ধূসর রঙের টুপিতে মাথা ঢাকা। চোখে-মুখে ভগ্ন স্বাস্থ্যের ছাপ। সাদা রঙের দাঁড়ি। ওমর আবদুল্লাহর এমন চেহারা দেখে চিনতে পারলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাশ্মিররিবষয় ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের সময় থেকে গৃহবন্দি অবস্থায় রয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সম্প্রতি আবদুল্লাহর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে (যদিও এ ছবির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস)। এই ছবিই এদিন টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওমর আবদুল্লাহর এই ছবি দেখে টুইটারে মমতা লিখেছেন, ‘‘খুব খারাপ লাগছে’’।

কী বলেছেন মমতা?

ওমর আবদুল্লাহর ছবি টুইট করে মমতা ব্যানার্জি লিখেছেন, ‘‘এই ছবিতে ওমরকে চিনতেই পারছি না। খুব খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যের, যে আমাদের গণতান্ত্রিক দেশে এমনটা হচ্ছে। কবে শেষ হবে এসব?’’ উল্লেখ্য, ৩৭০ ধারা রদের আগে আগেই ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিদের গৃহবন্দি করে রাখা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এর আগেও এ প্রসঙ্গে বিরোধিতা জানিয়েছিলেন মমতা।

জম্মু-কাশ্মির ইস্যুতে মমতা ব্যানার্জি আগে বলেছিলেন, ‘‘আমরা এই বিলটি সমর্থন করি না। আমরা এই বিলের পক্ষে ভোট দেব না। কাশ্মিরি ও সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা উচিত ছিল। যদি আপনি একটা চিরস্থায়ী আলোচনায় আসতে চান, তাহলে সকলের সঙ্গে আলোচনা করতে হবে’’। মমতা আরো বলেছিলেন, ‘‘ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের খোঁজখবর পাচ্ছি না। সরকারের কাছে আর্জি ওঁদের বিচ্ছিন্ন করবেন না। ওঁরা জঙ্গি নন। গণতন্ত্রের স্বার্থে ওদের মুক্তি দেয়া উচিত’’।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন