বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের প্রজাতন্ত্র দিবসে আসামে দফায় দফায় গ্রেনেড বিস্ফোরণ

রাজ্যজুড়ে আতঙ্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ২:০৫ পিএম

বিস্ফোরনের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ--সংগৃহীত


ভারতের প্রজাতন্ত্র দিবসে বিস্ফোরণে কেঁপে উঠল দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যাই নাই। আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে ভারতের আসামে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৪ জায়গায় নাশকতার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, ডিব্রæগড়ে গুরুদ্বারের কাছে জঙ্গিরা প্রথম বিস্ফোরণ ঘটায়। এর কয়েক মিনিটের মধ্যেই আরও বিস্ফোরণ ঘটে চারাইডিও, দুলিয়াজান ও গ্রাহাম বাজারে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা আসামজুড়ে। জানা গেছে, জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে।
আসামের ডিজিপি জানিয়েছেন, ‘ডিব্রুগড়ে বিস্ফোরণের বিষয়ে খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’ প্রাথমিকভাবে সন্দেহ, বিস্ফোরণের পিছনে উলফার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এই ঘটনার পরেই গোটা আসামজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রত্যেকটি জায়গায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।
অন্যদিকে একের পর এক বিস্ফোরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেব অসমের মুখ্যমন্ত্রী। জঙ্গিদের এহেন কার্যকলাপকে কাপুরুষের পরিচয় বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় দোষীদের কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর।
তবে একের পর এক বিস্ফোরণের ঘটনায় গোটা অসম জুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার পর পর ফাঁকা হয়ে গিয়েছে রাস্তাঘাট। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন