বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ইশরাকের উপর হামলার খবর পাননি ইসি সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৩:৪২ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে হামলার কোনো খবর পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

তিনি বলেছেন, ‘ভোটের পরিবেশ অত্যন্ত ভালো।’

এদিকে ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই মাহবুব তালুকদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে মাননীয় কমিশনার কী বলতে চেয়েছেন তা বুঝিনি।

রোববার দুপুর ১টার দিকে রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে ইশরাকের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ– আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা এ হামলা চালায়।

এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট থেকে থেমে চলে এ সংঘর্ষ।

অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বাসার অদূরে এ সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। কয়েকজনকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয়। হামলায় আহত হন বেশ কয়েকজন বিএনপি কর্মী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন