শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

১ নাইন্টিন সেভেন্টিন
২ স্টার ওয়ার্স এপিসোড নাইন : দ্য রাইজ অফ স্কাইওয়াকার
৩ জুমানজি : দ্য নেক্সট লেভেল
৪ লাইক আ বস
৫ জাস্ট মার্সি

ডুলিটল
স্টিফেন গেহান পরিচালিত হিউ লফ্টিংয়ের উপন্যাস সিরিজ অবলম্বনে নির্মিত রেক্স হ্যারিসন এবং এডি মার্ফি অভিনীত চলচ্চিত্রগুলোর রিবুট ‘ডুলিটল’। ‘অ্যাবান্ডন’ (২০০২), ‘সিরিয়ানা’ (২০০৫) এবং ‘গোল্ড’ (২০১৬) গেহান পরিচালিত চলচ্চিত্র। ডা. জন ডুলিটল (রবার্ট ডাউনি জুনিয়র)রানি ভিক্টোরিয়ার পোষা প্রাণীদের চিকিৎসক। ডুলিটল ম্যানরে কিছু বিচিত্র কিছু প্রাণীর সঙ্গে থাকে এই খেয়ালি আর পাগলাটে পশুর চিকিৎসক। সাত বছর আগে স্ত্রীবিয়োগের পর খেয়ালি পশু বিশেষজ্ঞ ডা. ডুলিটল ডুলিটল ম্যানরের উঁচু প্রাচীরের আড়ালে স্বেচ্ছানির্বাসন গ্রহণ করে। তা সঙ্গী হিসেবে আছে অসংখ্য বিচিত্র সব প্রাণী। তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে সে। রানির পশুদের চিকিৎসক বলে রাজ পরিবারের প্রতি তার দায়িত্ব থেকে তরুণ রানি (জেসি বাকলি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডুলিটলকে দেয়ালের বাইরে এসে এক দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়। বুদ্ধি দিয়ে তাকে মোকাবেলা করতে হয় সব শত্রুদের। তবে সঙ্গে আছে তার সাগরেদ (হ্যারি কোলেট) আর কয়েকটি প্রাণী। এরা হল গরিলা (ভয়েস : রামি মালেক), বোকা হাঁস (ভয়েস : অক্টাভিয়া স্পেন্সার), উটপাখি (ভয়েস : কুমাইল নানজিয়ানি), ভালুক (ভয়েস : জন সিনা) এবং চৌকস তোতা (ভয়েস : এমা থমসন)।
ছবিঃ ডুলিটল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন