মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ব্যান্ড দল গ্রীন হাটর্জ-এর প্রথম গান প্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

২০১৪ সালে ১২ জুলাই নাজির আহমেদ তার স্কুল জীবনের বন্ধুদের নিয়ে গঠন করেন অল্টারনেটিভ রক ব্যান্ড গ্রীন হার্টজ। ব্যান্ড গঠনের ছয় বছর পর প্রকাশ করেছে দলটির প্রথম গান। দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে তারা গানটি প্রকাশ করেছে। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম আঁধারের গল্প। শাকিল আদনানের কথায় গানটির সুরারোপ করেছেন আহম্মেদ আবির। সংগীতায়োজনে গ্রীন হার্টজ। প্রথম গান প্রকাশ প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল আহম্মেদ আবির বলেন, আসলে ব্যান্ডটি ছাত্রাবস্থায় গড়েছি, সংগীতের প্রতি অদম্য ভালোবাসা থেকে। সেই সময়টাতে পরিবারের বাইরে ইচ্ছে করলেই অনেক কিছু করা যায় না। কারণ, অপরিণত বয়স বলে কথা। যে কারণে আমাদের প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট কিনতে হয়েছে ধীরে ধীরে। এরপর নিজেদের গুছিয়েছে। তিনি বলেন, সংগীতই আমাদের ধ্যান-জ্ঞান। সামনে আরও বেশকিছু কাজ আসছে আমাদের। অন্যান্য ব্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক গানের গৌরবকে গৌরবান্বিত করাই আমাদের লক্ষ্য। গ্রীন হার্টজ’র লাইনআপ: নাজির আহমেদ (কী-বোর্ড), সাইয়েদুল কবির হৃদয় (লিড গিটার), মেহেদি হাসান (ড্রামস ও ভোকাল), আহম্মেদ আবির (লিড ভোকাল ও গিটার), আকিবুল ইসলাম (বেজ)।
ছবিঃ গ্রীন হার্টজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন