বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিকাশে ৫৫ লাখ টাকা আত্মসাৎ

মূলহোতা গ্রেফতার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

১২২টি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৫৫ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। তবে ওই চক্রের মূলহোতা মো. রুবেল মুন্সিকে (২৬) গ্রেফতার করেছে সিআইডি। গতকাল সিআইডি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান জানান, রুবেল মুন্সি ও তার সহযোগিরা ছদ্ম নাম ব্যবহার করে বিভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে লটারীর গাড়ি, বাড়ি, অর্থ পুরস্কার পেয়েছেন; এমন তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এভাবে তারা মোট ১২২টি বিকাশ অ্যাকাউন্ট থেকে মোট ৫৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার অভিযান চালানো হয়।

এ সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আজিমপুর ইউনিয়ানের মধ্য ব্রাহ্মনপাড়া গ্রাম থেকে রুবেল মুন্সিকে গ্রেফতার করা হয়। সে প্রতারকচক্রের মাস্টারমাইন্ড ও দলনেতা।
তিনি আরো জানান, রুবেলের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং ১২টি বিভিন্ন কোম্পানীর সীম কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ চক্রের বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন