আবারও ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কমপক্ষে তিনটি রকেট হামলা হয়েছে। এর মধ্যে একটি রকেট আঘাত করেছে দূতাবাসের ক্যাফেটোরিয়ায়। অন্য দুটি কিছুটা দূরে আঘাত করেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। তবে তারা কোন পর্যায়ের তা নিশ্চিত হওয়া যায় নি। বিভিন্ন সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা, বিবিসি। নিরাপত্তা বিষয়ক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বহু বছরের মধ্যে এই প্রথমবার এমন হামলায় দূতাবাসের স্টাফ আহত হলেন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন