বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র সাত দিনে নামজারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীন সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি সাত দিনে দিতে পরিপত্র জারি করেছে ভ‚মি মন্ত্রণালয়।

ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশি-বিদেশী বিভিন্ন বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে গত বছরের ৩০ ডিসেম্বর একটি অনুষ্ঠানে এ পরিপত্র জারির ঘোষণা দিয়েছিলেন। গতকাল ভ‚মি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয় যে এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের সহজে ব্যবসা করার সুযোগ এর স‚চকে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেলেও তা কাঙ্খিত পর্যায়ে পৌঁছেনি।

বাংলাদেশের স্থানীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, তথা দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে সহজে ব্যবসা করার সুযোগ-এর স‚চকে দেশকে আরও অনেক ধাপ এগিয়ে যেতে হবে। এ পরিপ্রেক্ষিতে, ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি উদ্যোগী হয়ে বিদ্যমান সকল গুরুত্বপ‚র্ন শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির ক্ষেত্রে নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থেকে সেবা দানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন। এছাড়া, প্রতিমাসে ভ‚মি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ককে এ ব্যাপারে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতিবেদন দেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন