শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আরো ৪ গ্রাহক পেলেন আকাশ ক্যাশব্যাক অফার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চলতি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নতুন আকাশ ডিটিএইচ সংযোগ কিনে ক্যাশব্যাক অফার পেলেন আরও চার গ্রাহক। ক্যাশব্যাক অফারের আওতায় এ পর্যন্ত তিন সপ্তাহে ১২ জন গ্রাহকের হাতে চার লাখ টাকা হস্তান্তর করেছে আকাশ ডিটিএইচ। প্রথম পুরস্কার এক লাখ টাকাসহ পৃথক চারটি অফারের পুরস্কার মঙ্গলবার গ্রাহকদের হাতে তুলে দিয়েছে দেশের একমাত্র ডিটিএইচ সেবা প্রদানকারী বেক্সিমকো কমিউনিকেশন্স’র আকাশ।

ক্যাশব্যাক ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা হলেন যথাক্রমে ময়মনসিংহের মো. জাহাঙ্গির আলম, ঢাকার আহসান উদ্দিন আহমেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জের অমিত ঘোষ। তাঁরা যথাক্রমে এক লাখ, বিশ হাজার এবং দশ হাজার টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। ঢাকার গুলশানে আকাশ ডিটিএইচের প্রধান কার্যালয়ে তৃতীয় সপ্তাহের এ তিন বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। চতুর্থ বিজয়ী আকাশের আঞ্চলিক বিতরণ কেন্দ্র থেকে পুরস্কার গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন