শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাইকোর্টে ৮ জনের মৃত্যুদন্ড বহাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:৩৮ এএম

স্মৃতিনাথ সীমা ধর্ষণ এবং হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১০ জনের মধ্যে ৮ জনের মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোট। এছাড়া বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে দন্ড কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তদের আপিল এবং সরকারপক্ষের ডেথ রেফারেন্স শুনানিতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দন্ডপ্রাপ্ত পলাতকদের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত (স্ট্যাট ডিফেন্স) আইনজীবী হিসেবে শুনানি করেন এএসএম শফিকুল ইসলাম কাজল ও হাফিজুর রহমান খান। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম। ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর ল²ীপুর জেলা ও দায়রা জজ আদালত ১০ জনকে মৃত্যুদÐ দিয়ে ১৫ আসামিকে বেকসুর খালাস দেন। এ সময় দÐপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার এ টাকা ক্ষতিগ্রস্ত স্কুলছাত্রীর পরিবারকে দেয়ার আদেশ দেয়া হয়। একইসঙ্গে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মৃত্যুদÐাদেশ অনুমোদনের জন্য ( ডেথ রেফারেন্স) নথি হাইকোর্টে পাঠানো হয়। এছাড়া কারাবন্দি আসামিরা আপিল করে। গতকাল হাইকোর্ট আসামি হিরণ, নূর নবী, নুর আলম, হেদায়েত উল্যা হেদু, সাদ্দাম (পলাতক), সুমন(পলাতক), রাশেদ (পলাতক) ও মানিককে (পলাতক) দেয়া মৃত্যুদÐাদেশ বহাল রাখেন। বাকি দুজন আনোয়ার ও সোহেলের মৃত্যুদÐ কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়। ডেপুর্টি এটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় সীমা ল²ীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিল। ২০১২ সালের ১৮ জুলাই রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণলাল দেবনাথের বাড়িতে একদল ডাকাত ঢুকে পড়ে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে। পরে ঘরের একটি কক্ষে স্কুলছাত্রী সীমাকে ধর্ষণ করে বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সীমাকে উদ্ধার করে ল²ীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন