বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চবি ছাত্রলীগে আমার কোন গ্রুপ নেই- শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ৮:১৮ পিএম

‘আমার কীসের গ্রুপ? আমি কি বলছি, আমি গ্রুপ করি?’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গ্রæপিং নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার বাংলাদেশ মেরিন একাডেমীর ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে চবি ছাত্রলীগের সাম্প্রতিক সংঘাত সহিংসতার প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বলা হচ্ছে আমার গ্রæপ। আমার কোন গ্রুপ নেই।

চবি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিএফসি, বিজয়, সিক্সটি নাইন, ভিএক্স, বাংলার মুখ এবং রেড সিগন্যালের কর্মীরা নিজেদের মধ্যে গত দুই মাসে অন্তত ১০ বার সংঘর্ষে জড়িয়েছে। ছাত্রলীগের এসব গ্রুপের কয়েকটি শিক্ষা উপমন্ত্রীর গ্রæপ হিসাবে ক্যাম্পাসে পরিচিত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন