বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

এরদোগান দু’দিনের সফরে যাচ্ছেন পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম | আপডেট : ১২:১৩ এএম, ৩১ জানুয়ারি, ২০২০

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান আগামী মাসে পাকিস্তান সফরে যাবেন। বুধবার এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানা গেছে, ব্যবসায়ী ও কর্মকর্তাসহ এই সফরে তার সঙ্গে উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল থাকবে। সা¤প্রতিক আঞ্চলিক উত্তেজনা কেন্দ্র করে তুর্কি প্রেসিডেন্টের এই সফরকে গুরুত্বপ‚র্ণ বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তুরস্কের সরকারের তরফে এখন পর্যন্ত কোনো নির্ধারিত তারিখের কথা উল্লেখ করা হয়নি। তবে খবর বলছেথ আগামী ১৩ ফেব্রুয়ারি দুদিনের সফরে ইসলামাবাদ যাবেন এরদোগান। প্রাথমিকভাবে গত অক্টোবরে এরদোগানের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু সিরিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের উত্তেজনার কারণে সেই সফর স্থগিত করতে হয়েছিল। ঐতিহাসিকভাবেই পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশই পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোতে সমর্থন দিয়ে আসছে। এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
কামাল ৩১ জানুয়ারি, ২০২০, ২:১১ পিএম says : 0
কর
Total Reply(0)
কামাল ৩১ জানুয়ারি, ২০২০, ২:১২ পিএম says : 0
রাজনিতি এখন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন