শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদি রাম, অমিত হনুমান : শিবরাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হুঁশিয়ার করেছেন, বিশ্বের কোনও শক্তিই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাধা দিতে পারবে না। বুধবার ভুপালে এক সমাবেশে চৌহান বলেন, ‘কোনও হুমকিতে ভীত নন প্রধানমন্ত্রী। তিনি স্বয়ং প্রভু রাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেন দেবতা হনুমান।’ সিএএ পাস হওয়ার পর গোটা ভারতে এবং একই সঙ্গে বিদেশের মাটিতে এর প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এই আইন সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতিকে লঙ্ঘন করেছে দাবি করে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষার্থী ও প্রবাসী ভারতীয়রা। গত মাসে জয়পুরের এক সমাবেশ থেকে শিবরাজ চৌহান প্রধানমন্ত্রী মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে বলেছিলেন, তিনি আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে নির্যাতনের মুখে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছেন। সুপ্রিম কোর্টে এই আইনের বিরোধিতা করে ১৪০ টির বেশি আবেদন জমা পড়েছে। প্রতিবাদ জানিয়েছেন বলিউডের সুপারস্টার দিপীকা পাড়ুকোন, প্রিয়াঙ্গা চোপড়া, কমল হাসান, পরিচালক অনুরাগ কাশ্যপের মতো চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা। বিক্ষোভে শামিল হয়েছেন অরুন্ধতী রায়ের মতো মানবাধিকারকর্মীরাও। অনেক রাজ্য সিএএ’র বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাস করেছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
salman ৩১ জানুয়ারি, ২০২০, ৬:৫৮ এএম says : 0
Toraa KAFIR, toder Jonno Prostut ase JAHANNAM
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন