শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্ত্রী হত্যায় যাবজ্জীবন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গত বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় দেন। দÐপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে, রাজশাহীর তানোর উপজেলার পিপড়াকান্দা গ্রামের শ্রী পরেমশ^রের ছেলে গোলাপ হাসদা (৪৫)। অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়শই ঝগড়া লেগে থাকতো। এরই জের ধরে ২০১৩ সালের ৪ আগস্ট রাতে স্বামী গোলাপ হাসদা নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের খিকটা গ্রামের শীতল স্বরনের মেয়ে সাবিনা স্বরেনকে মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় মৃতের ভাই অসিন স্বরেন বাদী হয়ে গোলাপ হাসদাকে আসামি করে নাচোল থানায় হত্যা মামলা করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক ইকবাল হোসেন ২০১৪ সালের ২৬ জানুয়ারি তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক গোলাপ হাসদাকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। তবে, আসামি পলাতক রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন