বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুনামগঞ্জে ৩ দফা দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সুনামগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন সুনামগঞ্জবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় প্রধান ফটকের সামনে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, সাংবাদিক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। মানববন্ধনের বক্তারা বলেন, সুনামগঞ্জবাসী বছরের পর বছর ধরে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি ও স্বাস্থ্যসেবার মানউন্নয়নের জন্য আন্দোলন করে আসছে। কন্তু সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ ও তার সিন্ডিকেট বাহিনীরা যখন স্বাস্থ্যখাতের কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছিলো।তখন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়েনি। এখন একজন সৎ কর্তব্য পরায়ণ ভালো সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ যোগদানের ২০ দিনের মাথায় তাকে বদলী করা মানেই সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের দুর্নীতিকে সহযোগিতা করা। তারা আরও বলেন, আমরা সুনামগঞ্জবাসী এক সৎ সিভিল সার্জনকে সুনামগঞ্জ থেকে বদলী করে নিতে দেবো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন