মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের শোভাযাত্রা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মুজিব বর্ষ উপলক্ষে ‘মাদককে রুখবো-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে রোভার স্কাউটদের সমন্বয়ে শহরের মাদরাসার মোড় থেকে নিরাপদ সড়ক জেলা শাখার আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক এনডিসি (যুগ্ম সচিব) নুুরুজ্জামান শরিফের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব ঘুরে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা শাখার সহকারী পরিচালক, বিআরটিএ’র অতিরিক্ত পরিচালক সাইদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন