মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবানদের সামরিক সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার ইরানী কূটনীতিকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১:৪৯ পিএম | আপডেট : ২:০৭ পিএম, ৩১ জানুয়ারি, ২০২০

একজন জ্যেষ্ঠ ইরানী কূটনীতিক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের প্রচেষ্টা সম্পর্কে দ্বিধা প্রকাশ করেছেন। এবং এই শান্তি প্রক্রিয়া ব্যাহত করার জন্য তেহরানের বিরুদ্ধে তালেবানদের সামরিক সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আলী হোসেইনি বৃহস্পতিবার জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সময় বলেন তার দেশ আফগানিস্তানের শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে নয়। তবে তিনি বলেন, চলমান যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনায় ওয়াশিংটনের উদ্দেশ্য এবং ভূমিকা সম্পর্কে তেহরানের সন্দেহ রয়েছে। প্রতিবেশী দেশটিতে ১৮ বছরের পুরনো যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টা সহায়ক হবে কিনা জানতে চাইলে হোসেইনি বলেন, "যেখানে আমেরিকার ভূমিকা রয়েছে, সেখানে আমরা ভাল কিছু আশা করতে পারি না। বেসরকারী ইসলামাবাদ পলিসি ইনস্টিটিউটে বক্তব্য রাখার সময় ইরানী এই কূটনীতিক যেকোনো ধরনের শান্তি আলোচনায় আফগান সরকারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন