মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধনবাড়ীতে মানসম্পন্ন নাগরিক গঠনে স্কুল সাইকোলজির সেমিনার

ধনবাড়ী (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ দিনব্যাপী মানসম্পন্ন নাগরিক গঠনে স্কুল সাইকোলজির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলিসি রিসার্স সেন্টার বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক স্কুল সাইকোলজি অ্যাসোসিয়েশান ও বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি’র যৌথ আয়োজনে ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন পিআরসি বিডি’র চেয়ারম্যান ও এপিএসপিএ’র উপদেষ্টা প্রফেসর ড. আকবর উদ্দিন আহমেদ। রিসোর্স পারসন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সাইকোলজি’র চেয়ারপার্সন প্রফেসর ড. মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সাইকোলজি প্রফেসর ড. কামাল উদ্দিন, পিআরসি বিডি’র উপদেষ্টা কর্ণেল আশরাফ আল-দীন এবং প্রাইম এশিয়া ইউনিভর্ভাসিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ’র চেয়ারম্যান অধ্যাপক নূর মোহাম্মদ খান প্রমুখ। আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনের মূল ভেন্যুাসহ সংলগ্ন স্থানের অন্য ২ ভেন্যুা যথাক্রমে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন এবং সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে কার্যক্রম পরিচালিত হয়। সেমিনারের আলোচনায় অংশ নিয়েছেন ড. নিলুফার করিম ও ইসরাত শাহনাজ, প্রভাষক জাকিয়া রহমান, আমিনুল ইসলাম, আবুবকর সিদ্দিক, মাহিন সুলতানা, জেরিন তাসনিম, ফারজানা খানম প্রমুখ। এ সেমিনারে ৫০ জন শিক্ষার্থী, ৪০ শিক্ষক/শিক্ষিকা এবং ৩০ জন অভিভাবক অংশ নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন