বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ -ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ৭:৫৭ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, দুই সিটি কর্পোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার জন্য পুলিশের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা হবে।

তিনি বলেন, ‘সাধারণ ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী কলেজের ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, ভোটের দিন কেন্দ্রের আশপাশে থাকা যাবে না। একই সঙ্গে কেন্দ্রে আসার সময় ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।

৩০ হাজার পুলিশ সদস্য এবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করবে। আরো ১০ হাজার পুলিশ সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট কেন্দ্রের আশপাশে কোনো বহিরাগত থাকতে পারবে না। কেবল যারা ভোট দেবেন তাদেরই ভোট কেন্দ্রে আসতে দেয়া হবে। এজন্য ভোটররা আইডি সঙ্গে নিয়ে আসবেন। ভোট শেষে তারা বেরিয়ে যাবেন। কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়া যাবে না। একই সঙ্গে কেউ যেন ভোটের মাঠে সহিংসতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।

সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়ে কাজ করবে বলেও জানান কমিশনার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দীনমজুর কহে ** ৩১ জানুয়ারি, ২০২০, ১০:০২ পিএম says : 0
আল্লাহ আমাদের সঠিক বুজদান করুন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন