বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ১৮ জানুয়ারি ৮এর পাতায় প্রকাশিত ‘কুমিল্লা রেলওয়ে কলোনির সংস্কার কাজে অনিয়ম’ সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কুমিল্লার উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী/পূর্ত রাম নারায়ন ধর। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকৃতপক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সকল সরকারি নীতিমালা ও কাজের মান কঠোরভাবে মনিটরিং করে সংস্কার কাজ সম্পন্ন করে থাকে। স্থানীয় প্রকৌশলী ছাড়াও বিভাগীয় প্রকৌশলী সংস্কার কাজ মনিটরিং করে থাকেন। উক্ত কলোনীর কাজ সম্পন্নের ক্ষেত্রেও স্বচ্ছতার সাথে মনিটরিং করা হয়েছে। একাজে কোন রকম অনিয়ম হয়নি। অথচ সংবাদে মনগড়া মিথ্যা তথ্য দিয়ে রেলওয়ের সুনাম বিনষ্ট করা হয়েছে। সংবাদটি প্রকাশের ক্ষেত্রে সংবাদকর্মী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্যও গ্রহণ করেননি। রেলওয়ে কর্তৃপক্ষ কুমিল্লা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
প্রতিবেদকের বক্তব্য : একটি সুনিদিষ্ট অভিযোগ ও সরেজমিনে গিয়ে স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সরেজমিনে রেলওয়ে কুমিল্লার উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী কাজের ধরন ও কাজের প্রাক্কলেন ব্যয়ের বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। সংবাদটিতে প্রতিবেদকের নিজস্ব কোন মাতামত নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন