শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

৪ ঘন্টা পরও ভোটারদের দেখা নেই...

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৪ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে খুব কম ভোটারের উপস্থিতি দেখা যাচ্ছে। এরই মধ্যে অন্যতম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মিরপুর-১০ নম্বরের আদর্শ নগর উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। শনিবার বেলা ১২টার দিকে এই কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় কোনো ভোটার নেই। পোলিং এজেন্টরা ভোটারদের অপেক্ষায় প্রহর গুণছেন।

তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি যে কম সেটা স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। একই কথা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাও। তবে তিনি আশা প্রকাশ করেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। একই সঙ্গে তার অভিমত, ভোটার পরিবেশ তৈরি করা ইসির দায়িত্ব। সেটা তারা করেছে। ভোটার আনার দায়িত্ব তো প্রার্থীদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন