বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অর্থনীতিতে চট্টগ্রামের অবদান বৃদ্ধির তাগিদ

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

খাতওয়ারী সমস্যার সমাধান করে জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের অবদান বৃদ্ধির তাগিদ দেয়া হয়েছে। গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদের জন্য গঠিত সকল স্ট্যান্ডিং সাব-কমিটির ওরিয়েন্টেশন মিটিংয়ে বক্তারা এ তাগিদ দেন। সভায় ২১টি সাব-কমিটি ও ২টি প্রস্তাবিত এডহক কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ওরিয়েন্টেশন মিটিংয়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এস. এম. আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, মো. শাহরিয়ার জাহান, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন