বরিশালের গৌরনদীতে ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে গতকাল দুপুরে মো. দুলাল সরদার (৪৬) নামে এক কৃষকের করুণ মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার বেজহার গ্রামের মৃত রহমালী সরদারের ছেলে মো. সোহেল সরদার গত শুক্রবার রাতে বাড়ির পার্শ্ববর্তী ইরি ধানের জমিতে বৈদ্যুতিক তার দিয়ে ইদুরের ফাঁদ পাতে।
কিন্তু ভুলে গতকাল সকালে সে ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেনি। ফলে দুপুর পর্যন্ত ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু ছিল। এ অবস্থায় তার প্রতিবেশী একই বাড়ির মো. আজাহার সরদারের ছেলে মো. দুলাল সরদার প্রতিদিনের ন্যায় গতকাল দুপুরের দিকে ইরি ধানের জমির আগাছা পরিস্কার করতে পায়ে হেটে নিজের জমির উদ্দেশে যাবার সময় সোহেল সরদারের জমির আইলে পাতা ইদুরের বৈদ্যুতিক ফাঁদে আটকে যায়। ঘটনা দেখে এলাকাবাসী চিৎকার দিলে সোহেল সরদারের পরিবারের সদস্যরা তাদের ফাঁদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন