বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৫০ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের রংপুর ভেন্যুর খেলা শুরু হয়েছে। এই ভেন্যুতে খেলছে ৯টি স্কুল। রোববার দুপুর আড়াইটায় রংপুর স্টেডিয়ামে এই ভেন্যুর খেলা উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আসিব আহসান, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

এই ভেন্যুর উদ্বোধনী ম্যাচে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ৬-০ গোলে হারায় লালমনিরহাটের তুষভান্ডার সরকারী উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের হয়ে হৃদয় ও লাবিব দু’টি করে এবং সজীব ও আমিনুল একটি করে গোল করেন। সোমবার শুরু হবে দিনাজপুর ভেন্যুর খেলা। ৮০টি স্কুল দল নিয়ে দেশের ৯ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন