মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিওএ সভাপতি ও মহাসচিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫১ পিএম | আপডেট : ৮:০০ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২০

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সোমবার গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে বিওএ সভাপতি ও মহাসচিব বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত অবহিত করেন প্রধানমন্ত্রীকে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বিওএ সভাপতি ও মহাসচিবকে। বঙ্গবন্ধু কন্যা গেমসটি সফলভাবে আয়োজনের জন্য বিওএ’কে সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উপলক্ষে আগামী ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকায় বসছে বাংলাদেশ গেমসের নবম আসর। জাতির জনকের প্রতি সম্মান জানিয়ে বিওএ এবার এই গেমসের নামকরণ করেছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন