শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিশরে ধর্মীয় নেতাদের সঙ্গে সিসির বৈঠক ধর্মীয় রীতিতে সংস্কার আনার পরিকল্পনা

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতেহ আল-সিসি ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে দেশটির ধর্মীয় রীতি-নীতিতে সংস্কার আনার ইচ্ছা পোষণ করেছেন। সিসি ‘ধর্মীয় উগ্রবাদ’ মোকাবেলায় এ পদক্ষেপ গ্রহণ করবেন। আল-জাজিরার খবরে বলা হয়, গত বুধবার এক অনুষ্ঠানে সিসি মিশরের সর্বোচ্চ সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহারে আলেমদের বক্তৃতা দেওয়ার আগে বার বার চিন্তা-ভাবনা করার আহ্বান জানিয়েছেন। এক ভাষণে তিনি বলেন, আমার ভয় হয় যে, এখন পর্যন্ত ধর্মান্ধতা ও উগ্রবাদ মোকাবেলায় একটা সঠিক উপায় আমরা এখনো খুঁজে পাইনি। বিশ্বের মানচিত্রে এই উগ্রবাদীদের দেখেন। আমরা সংকটকালীন এমন একটা মিশনে আছি, যেটা শুধু মিশরের জন্য নয় বরং সমস্ত আরব ও মুসলমান রাষ্ট্রের জন্য হুমকি। মুসলমান দেশগুলোর রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, যদি দেখতাম এই ভুল পথে যাওয়া শুধু মিশরেই, তবে আমি বলতাম ঠিক আছে। কিন্তু আমি অবাক হই, এই ৫০টি (মুসলিম) দেশের বর্তমানে কি অবস্থা?’ তিনি বলেন, আগের ইসলামিক স্কলাররা মুসলমানদের নবী মুহাম্মদকে নিয়ে ভুল ব্যাখা করত। ইসলামী আইন আংশিকভাবে মুহাম্মদের বাণীর উপর ভিত্তি করে তৈরি। সিসির ইসলাম সংস্কারের আহ্বান অবশ্য তার বিরোধীদের দিয়ে অনেকটা বিতর্কিত হয়েছে। তারা মনে করে সিসির নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করে থাকে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন