শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আগুনেও অক্ষত আল কুরআন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন। গত রোববার দিবাগত গভীর রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দাদী আছিরণ প্লাজায় ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দাদী আছিরণ প্লাজার আল ফুয়াদ রেডিমেড বস্ত্রালয় ও সাদিয়া পুষ্পালয়ের মালিক শফিউল ইসলাম দোকান বন্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে তার দোকানে অগ্নিকান্ডের খবর জানতে পারেন। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে ওই প্লাজার অন্যান্য দোকানগুলো রক্ষা পেলেও ফুয়াদ রেডিমেড বস্ত্রালয় ও সাদিয়া পুষ্পালয়ের প্রায় ৩০ লক্ষাধিক টাকার রেডিমেড পোশাক, ফ্রিজ, ফুল, ফার্ণিচার, বিভিন্ন খেলনা ও গিফট সামগ্রীসহ বিভিন্ন মালামাল ভষ্মিভূত হয়ে যায়। তবে দোকানে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শফিউল ইসলাম জানান, ‘আমি ব্র্যাক ব্যাংক থেকে ৫ লাখ, অগ্রণী ব্যাংক থেকে ৪ লাখ, গণউন্নয়ন কেন্দ্র থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছি ও জমি বিক্রয়ের টাকাসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বিনিয়োগ করেছি দোকানে। সব কিছু পুড়ে যাওয়ায় আমি পথে বসেছি। ঋণ পরিশোধ করতে পারবো কি না জানিনা।’
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এটিএম মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকান্ডের খরব শুনে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে ফ্রিজ ও অগোছালো বৈদ্যুতিক তার থাকায় শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Sumon Shifa ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
allahu akbar.
Total Reply(0)
Md. Nobiur Rohman ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
কুরআন পৃথিবীর সবচাইতে পবিত্র। এর চাইতে পবিত্র পৃথিবীর বুকে কিছু হয় না। তাই কুরআন শরীফের অক্ষর কোনদিন পুরবে না। কারণ কুরআন আল্লাহ তায়ালার সৃষ্টি।
Total Reply(0)
Mafujur Molla ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
সুবহানআল্লাহ আল্লাহ আপনি বড় শক্তি বান আল্লাহ পাক বড় মেহের বান
Total Reply(0)
Nur E Alom Nurul ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
আরে কুরান মোটা হওয়ার জন্য পুড়েনি এটা সত্য নয়। সত্য হলো এই যে আল্লাহ নিজে কুরআনে বলেছেন যে কুরান যেহেতু আমার বানি সেহেতু এটি রক্ষণা বেক্ষণ করার দায়িত্ব আল্লাহর নিজের
Total Reply(0)
Ali Abbas ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৬ এএম says : 0
যদি আগুন লেগে ধংশ হয় পৃথিবীর সব বইয়ের দোকান পৃথিবী থেকে হারাবে না প্রবিএ কুরান, আললাহ কালাম কখনো মিথ্যা হতে পারে না পৃথিবী ধংশ হবে কিন্তু আললাহ কালাম ঠিকই রবে। আমিন।
Total Reply(0)
Abdul Motin Munshi ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৬ এএম says : 1
আল্লাহ হেফাজত করলে যা হয় আল্লাহ অবশ্যই হেফাজত করবেন বিভিন্ন ধর্মের অনুসারীরা এখনো বুঝতে পারেনা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এর হেফাজত আল্লাহই করবেন আমিন
Total Reply(0)
salman ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪০ এএম says : 0
Lillah he Takbir, Allah-hu-Akbar
Total Reply(0)
শামিম ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৩৪ এএম says : 0
Md Nobiur Rohman,কুরআনকে আল্লাহর সৃষ্টি বলা যাবে না। কুরআন আল্লাহর কালাম। কুরআন হলো আল্লাহর সিফাত।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন