শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুশফিকের বেলায় কি অন্য নিয়ম?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে একাধিকবার ছুটি নিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল। বিশ্রাম কাটিয়ে আবারো জাতীয় দলের তাঁবুতে ফিরেছেন তারা। তাহলে মুশফিকুর রহিমের বেলায় অন্য নিয়ম কেন? শোনা যাচ্ছে পাকিস্তান সফরে না যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে রাখা হচ্ছে না!

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সফরকারীদের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক দল। একমাত্র সেই টেস্টে বাংলাদেশ দলে মুশফিকুর রহিমকে না রাখার ইঙ্গিতও দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে আগ্রহী। চোটমুক্ত হয়ে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য তৈরিও হচ্ছেন। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলে মুশিকে ঠেকাতে তৎপর হয়ে উঠেছে একটি মহল। তারা মুশফিককে বাদ দিয়ে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের একটি বার্তা দিতে চান। তবে অন্য কথা বলছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, ‘ফিট থাকলে মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন।’

গত ১৫ বছর ধরে বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে অনেক অবদান রেখেছেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের সুখ-দুখের সাথী তিনি। অথচ তার অবদান স্মরণ না করে অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে হতে হয় বৈসম্যের শিকার। এ বিষয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মুশফিককে জিম্বাবুয়ে সিরিজে নেয়া হলে তার জায়গায় এখন যে পাকিস্তানে যাচ্ছে তাকে বাদ দিতে হবে। আবার এপ্রিলে যখন পাকিস্তানে দ্বিতীয় টেস্ট খেলতে যাবে তখন আরেকজন ঢুকবে। এতে করে যাকে এখন নেয়া হচ্ছে তার প্রতি অবিচার করা হয়। তাকে পর্যাপ্ত সুযোগ দিতেই হয়তো নির্বাচকরা এভাবে চিন্তা করছেন। বিষয়টি নিয়ে মুশফিকের সঙ্গে কথা বললেই পরিষ্কার হবে।’

তবে পাকিস্তান সফরের বাংলাদেশ টেস্ট অধিনায়কের মনে কোনো দোলাচল নেই। তিনি জানালেন, মুশফিক অবশ্যই খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে, ‘এটা বলার অপেক্ষা রাখে না আপনারাও জানেন, আমিও জানি, গোটা ক্রিকেট বিশ্ব জানে যে মুশফিক ভাইয়ের মতো একজন ব্যাটসম্যান না থাকা বিরাট ক্ষতি। সবাই মিস করবে এমন একজনকে। একজন অধিনায়কের জন্য, দলের সবার জন্য বিরাট ঘাটতি এটি। পাশাপাশি এটিও বলার অপেক্ষা রাখে না, মুশফিক ভাই জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই খেলবেন। বাংলাদেশে খেলা যেহেতু, তিনি অবশ্যই খেলবেন। অবশ্য এ বিষয়ে নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ বিষয়ে না ভেবে পাকিস্তান সফরকে প্রাধান্য দিতে চান তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরি আছে মুশফিকের। ফিট হলে তার মতো একজন ব্যাটসম্যানকে নিয়ে অবশ্যই ভাববে বোর্ড।’

রাওয়ালপিন্ডি টেস্ট শুরু আগামী শুক্রবার। আজ সন্ধ্যায় ঢাকা ছাড়াছে বাংলাদেশ দল। আর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শুরু আগামী ২২ ফেব্রæয়ারি, মিরপুরে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন