বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে রোহিঙ্গা ডাকাত নিহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৫ এএম | আপডেট : ১১:২০ এএম, ৪ ফেব্রুয়ারি, ২০২০

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।ম ঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা শিবিরে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গানও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। জানাগেছে রোহিঙ্গারা ওই ক্যাম্পে সংঘর্ষেে লিপ্ত হলে র‍্যাব অভিযান চালায়।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের সঙ্গে ডাকাতদের গুলাগুলির ঘটনা ঘটে । এতে অন্তত ১২ জন আহত হয় বলে জানা গেছে ।

তিনি আরও জানান, এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন