পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দিনের সফরে সোমবার রাতে মালয়েশিয়া পৌছেছেন। করাচি থেকে একটি বিশেষ বিমান ইমরান ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রাত সোয়া ১০টায় দিকে কুয়ালা লামপুর পৌছে।
বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আমনা বালুচ উপস্থিত ছিলেন। ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর সাবেক ক্রিকেটার ইমরানের এটা দ্বিতীয় মালয়েশিয়া সফর। ২০১৮ সালের নভেম্বরে তিনি প্রথম মালয়েশিয়া সফর করেন।
প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গে মঙ্গলবার সকালে ইমরানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। দুই নেতা একটি বহি:সমর্পন চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সূত্র: এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন