বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মানসম্মত মাঠের প্রয়োজনীয়তা দেখছেন আকরাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মাঠ সঙ্কটের কারণে চট্টগ্রাম থেকে উঠে আসছে না খেলোয়াড়। অথচ চট্টগ্রাম ছিল একসময় ক্রিকেটের উর্বর ভূমি। গত মঙ্গলবার রাতে নগরীর একটি কনভেনশন সেন্টার ‘নাইন্টিস উইলোস’ ক্লাবের লোগো এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান একথা বলেন। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মাঠ দিতে না পারলে মানসম্মত খেলোয়াড় উঠে আসবে না। অথচ ক্রীড়ামোদীরা এখন সবাইকে তামিম-সাকিব হিসেবে দেখতে চায়। কিন্তু কেউ তাদের খেলার সুযোগ তৈরি করে দিতে পারছে না।’ পাকিস্তান সফর নিয়ে আকরাম খান বলেন, ‘সাকিব-মুশফিক দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা দুজন প্রায় চার জনের খেলা খেলতে পারে। তাছাড়া আসছে টেস্ট সিরিজে পাকিস্তানের ঘাসের উইকেটে দল হিসেবে যদি খেলতে পারলে অবশ্যই ভালো ফলাফল আসবে।’
৯০ দশকে জাতীয় এবং চট্টগ্রামের প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটারদের নিয়ে ‘নাইন্টিস উইলোস’ নামে ক্লাবের যাত্রা শুরু করে। পরে ক্লাবটির লোগো এবং জার্সি উন্মোচন করেন আকরাম খানসহ দলের সদস্যরা। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের পরিচালক আক্তার পারভেজ হিরো, জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমানসহ চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী সাবেক ক্রিকেটারগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন