বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

৩ আসনের ভোটগ্রহণ ২১ মার্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২০ পিএম

বর্তমানে জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য রয়েছে। এ পাঁচটি আসনের তিনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনটি আসন যথাক্রমে, ঢাকা- ১০, গাইবান্ধা- ৩ ও বাগেরহাট- ৪ আসনে একই দিনে ভোট হবে আগামী ২১ মার্চ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আলমগীর।

তিন আসনের উপ-নির্বাচনের তফসিলের প্রসঙ্গ টেনে ইসি সচিব বলেন, মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, আপিল দায়ের ২৪- ২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ, ভোট ২১ মার্চ।

ইসি সচিব জানিয়েছেন, ঢাকা- ১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন ব্যবহার করলেও অন্য দুই সংসদীয় আসনে পুরোনো পদ্ধতি ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন