বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার গতকাল বৃহস্পতিবার নগরীর রেডিসন বøু-তে শুরু হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এ মেলার উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, স্বল্প আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রিহ্যাবের কাজ করা দরকার।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষ, রিহ্যাব সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।
বক্তব্য রাখেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়‚ম চৌধুরী। এ সময় বিশেষ শিশুদের সংগঠন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনকে ১ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এ স্লোগানে মেলায় ৫৫টি প্রতিষ্ঠানের ৭৩টি স্টল অংশ নিয়েছে। এছাড়া প্রথমবারের মত গোল্ড স্পন্সর হিসেবে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা ফেয়ারে প্রবেশ করতে পারবেন। এতে সিঙ্গেল প্রবেশমূল্য ৫০ টাকা আর মাল্টিপল প্রবেশ মূল্য ১০০ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন