শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফেনীর প্রতিনিধি দল এখন ত্রিপুরায়

আগরতলায় ডিসি-ডিএম সম্মেলন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বাংলাদেশ-ভারত দুই দেশের যৌথ ডিসি-ডিএম সম্মেলনে যোগ দিতে ত্রিপুরার উদ্দেশ্যে ত্রিপুরা গেছেন ক্লাস্টার-৬ এর আওতাধীন ফেনী জেলার চার সদস্যের একটি প্রতিনিধি দল। ক্লাস্টার-৬ এর অন্তভর্‚ক্ত চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দলও তাদের সাথে যোগ দেন।

গত বুধবার বিকালে ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর সীমান্তপথে প্রতিনিধি দল ভারতের ত্রিপুরায় প্রবেশ করেন। এর আগে ক্লাস্টার-৫ ও ৬ এ অন্তর্ভুক্ত কুমিল্লা জেলার প্রশাসকসহ প্রতিনিধি দল মঙ্গলবার বৈঠকে যোগ দিতে ত্রিপুরা গেছেন। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী চার জেলা ও ত্রিপুরা রাজ্যের ৪ জেলার প্রশাসকদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে অস্ত্র ও চোরাচালান রোধ, আন্তঃসীমান্ত অপরাধ, সীমান্তে নির্যাতন বন্ধ, জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন