শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইয়েমেনে আল-কায়েদা প্রধান নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অভিযানে আল কায়েদা প্রধান কাসিম আল রামি নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সাল থেকে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ইন আরব পেনিনসুলার নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। পশ্চিমা দেশগুলোতে সিরিজ হামলার ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন এই আল কায়েদা নেতা। আল কায়েদার অপর এক শীর্ষ নেতার মৃত্যুর পর তিনি সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন। তার আগের নেতা ড্রোন হামলায় প্রাণ হারিয়েছিলেন। ২০০৯ সালেে ইয়েমন ও সউদী আরব অঞ্চলের আল-কায়েদাদের নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়। তাদের ম‚ল উদ্দেশ্য ছিলো যুক্তরাষ্ট্রসমর্থিত পশ্চিমা দেশগুলোর প্রভাব বিনষ্ট করা। ইয়েমেনে তারা বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছে। এর আগেও জানুয়ারির শেষ দিক থেকেই আল রাইমির মৃত্যুর খবর নিয়ে গুঞ্জন উঠেছিল। এরপর চলতি মাসের ২ তারিখে আল কায়েদার পক্ষ থেকে আল রাইমির একটি অডিও বার্তা প্রকাশ করা হয়। তবে ধারণা করা হচ্ছে এই অডিও বার্তাটি পুরাতন এবং অনেক আগে রেকর্ড করা হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতি প্রকাশের পর আল রাইমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাকে কবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন