বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুনামগঞ্জ কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ভাষা শহীদ ও মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি সম্মান জানিয়ে ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পুর্তি দুদিন ব্যাপী উসৎব উপলক্ষ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় কলেজ মাঠে ৭৫ বছর পুর্তি উৎসবের উদ্বোধন করনে কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আব্দুর রশিদ।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের প্রাক্তন ছাত্র নূরুল হুদা মুকুট, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলসহ কলেজের প্রাক্তন ছাত্র/ছাত্রীবৃন্দ। পরে এক শুভাযাত্রা কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উৎসব উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মতিউর রহমান, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, কলেজের প্রাক্তন ছাত্র সুখেন্দু সেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন