বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আরসিইএল ফান্ড থেকে আর্থিক অনুদান প্রদান

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৯ এএম

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণকারী বাংলাদেশী জীবিত ব্রিটিশ সৈনিক এবং মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীদের মাঝে ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) থেকে প্রাপ্ত আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বোর্ডের তত্ত¡াবধানে ঢাকা জেলা সশস্ত্র বাহিনী বোর্ড আয়োজিত মুজিব জন্মশত বার্ষিকী উৎযাপনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. হুসাইন রেজা, প্রশাসনিক কর্মকর্তা মেজর মোহাম্মদ শিমুলমাহমুদ ভূঁইয়া, এবং ঢাকা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর মশিউল আলম মাশুক।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলে বসবাসরত একজন জীবিত বাংলাদেশী ব্রিটিশ সৈনিক এবং ২২ জন মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণের মাঝে আর্থিক অনুদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। বর্তমানে বাংলাদেশে ৩৫ জন বাংলাদেশী ব্রিটিশ সৈনিক এবং ৩৫০ জন মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রী জীবিত রয়েছেন। আরসিইএল ফান্ড থেকে প্রাপ্ত আর্থিক অনুদান জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে প্রত্যেক জীবিত বাংলাদেশী ব্রিটিশ সৈনিক এবং মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণের মধ্যে নিয়মিত ভাবে বিতরণ করা হয়।- আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন