বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চীনের ইচান থেকে ১৭১ শিক্ষার্থীকে দেশে আনার চেষ্টা চলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৫ পিএম

উহানের পর চীনের ইচান শহরে আটকে পড়া বাংলাদেশি ১৭১ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান। তবে করোনাভাইরাস মোকাবেলায় শহরটি অবরুদ্ধ রাখায় প্রক্রিয়াটি বেশ কঠিন বলে জানান রাষ্ট্রদূত।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, 'ইচানে ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থীরা আছেন। উহান সিটি থেকে ইচান যেতে বাসে চার ঘন্টা সময় লাগে। উহান, ইচান এগুলো এখন পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে। তবে আমি এতটুকু বলতে পারি, দূতাবাসের তরফ থেকে আমার চেষ্টা করছি তাদের সরিয়ে অনার জন্য কি করা যায়। চীন সরকারের অনুমোদন প্রতিটি ক্ষেত্রেই লাগবে।

এর আগে চীনের উহান শহর থেকে ৩১২ জন বাংলাদেশিকে সম্প্রতি দেশে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

করোনাভাইরাস মোকাবেলায় দূতাবাসের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, 'আমরা অত্যন্ত সাফল্যজনকভাবে লোকাল কো-অর্ডিনেশন শেষ করেছি। যোগাযোগের ব্যবস্থা করেছি। ২২টি সেন্টারে লোকাল কো-অর্ডিনেটর নিয়োগ করেছি, ফোকাল পয়েন্ট নিয়োগ করেছি।’

মাহবুব উজ-জামান বলেন, 'করোনাভাইরাস মোকাবেলায় আমরা চীন ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি। এটি একটি যৌথ পরামর্শমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় প্রক্রিয়া।’

বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা, কল্যাণ এবং সুরক্ষা নিশ্চিত করতেই দূতাবাস কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন